ক্রিপ্টোকে অবৈধ ঘোষণা করলো শ্রীলঙ্কা

শ্রীলঙ্কায় ক্রিপ্টোকে অবৈধ ঘোষণা করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক এক প্রজ্ঞাপন জারি করেছে। দেশের অর্থনীতি ক্রমাগত অবনতি হওয়ায় মঙ্গলবার (১২ জুলাই) এ প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক, দ্যা সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কা (সিবিএসএল)। ভার্চুয়াল কারেন্সির সম্প্রতি ধারার আলোকে দেশটির কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত দেয়। খবরে হং কং ভিত্তিক সংবাদমাধ্যম বিইনক্রিপ্টোর

শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক জানায়, চলমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে ক্রিপ্টোকারেন্সি “সর্বত্র অনুনোমোদিত” বিশেষ করে দক্ষিণ এশিয়ায়। ২০১৮ ও ২০২১ সালে এটি কোনো কোম্পানিকে ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা ক্রয়-বিক্রয় পরিচালনার জন্য অনুমোদন দেয়নি। যা-হোক, দেশের চলমান সংকটে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার নিষিদ্ধ।

কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেইঞ্জ অ্যাক্ট-২০১৭ অনুসারে কোনো ধরনের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কার্ড, যেমন-ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অন্য কোনো অনুমোদিত কার্ড ব্যবহারের মাধ্যমে কেউ ক্রিপ্টোকারেন্সির জন্য অর্থ লেনদেন করতে পারবে না।

এমন সময়ে এই সতর্কতা এসেছে যখন দেশ অর্থনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে হাবুডুবু খাচ্ছে। দেশটিতে মূল্যস্ফীতি বর্তমানে ৫৪.৬ শতাংশ যা সর্বকালের রেকর্ড এবং পারিবারিক বাজেট ব্রেকিং পয়েন্টেও পৌঁছেছে। এই সময়েই দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়ে ১৫.৫ শতাংশে নিয়ে গেছে। এতে জনগণের সঞ্চিত অর্থ ক্রমে কমছেই যেহেতু তাদের ঋণ পুনঃপরিশোধ পরিশোধের পরিমাণ বেড়েছে।

এদিকে এক টুইটে ইথারনিটি ক্লাউডের চিফ বিজনেস ডেভেলপমেন্ট, আয়ান মুনতেনু শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বরাত দিয়ে জানান, দেশ এখন দেউলিয়া। বিদেশি ঋণের পরিমাণ ৫০ বিলিয়ন ডলার। দেশে না আছে জ্বালানি, না আছে খাদ্য। এ অবস্থায় দেশ এখন মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই মুহুর্তে শ্রীলঙ্কার ক্রিপ্টোকারেন্সির সুরক্ষা জ্যাকেট থাকা প্রয়োজন।

 

অর্থসূচক/এইচডি/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.