পিপলস লিজিংয়ের অফিস পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসের হেড অফিস পরিবর্তন করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির নতুন অফিস- প্যারামাউন্ট হেইটস লেভেল-১২, ৬৫/২/১,বক্স কালভার্ট রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০. ফোন নং-০২২৩৩৫১৭৩২।

প্রসঙ্গত, এর আগে পিপলস লিজিংয়ের অফিস ছিল সিটি সেন্টর (লেভেল-১৭), ৯০/১ মতিঝিল সি/এ।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.