গোতাবায়া অবশেষে পালাতে পেরেছেন

অবশেষে পালাতে পেরেছেন শ্রীলঙ্কার সদ্য পদত্যাগী প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। মঙ্গলবার (১২ জুলাই) রাতে একটি সামরিক বিমানে করে তিনি মালদ্বীপে পালিয়েছেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী ও একজন দেহরক্ষী।

খবর এএফপি ও আল জাজিরার।

শ্রীলঙ্কার অভিভাসন কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম দুটি জানিয়েছে, মঙ্গলবার মধ্যরাতে অ্যান্তোনভ–৩২ সামরিক বিমানে করে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশে যাত্রা করেন গোতাবায়ে।

মালদ্বীপে পৌঁছানোর পর তাদের পুলিশ এস্কর্টের অধীনে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন মালে বিমানবন্দরের একজন কর্মকর্তা।

এর আগে অন্তত দুই দফা পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন গোতাবায়া রাজাপক্ষে। আগের দিন তিনি একটি বেসামরিক বিমানে করে দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করেন। এ উদ্দেশ্যে গোপনে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন। তিনি সংযুক্ত আরব আমীরাতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু বিমানবন্দরে কর্মরত কোনো অভিবাসন কর্মকর্তা তার পাসপোর্টে সিল দিতে রাজি না হওয়ায় ওই চেষ্টা ভেস্তে যায়। তাকে নিরাপত্তার দিতে বিমানবন্দর সংলগ্ন একটি সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়। এরপর মঙ্গলবার সারাদিন নৌবাহিনীর একটি টহল জাহাজে করে তিনি পালানোর চেষ্টা করেন। কিন্তু ওই চেষ্টাও সফল হয়নি। তবে তিনি হাল ছাড়েননি। একইদিন মধ্য রাতে তিনি সফল হন।

সম্প্রতি দেওলিয়া হয়ে পড়া শ্রীলংকার চরম অর্থনৈতিক সঙ্কটের প্রেক্ষিতে তীব্র জনবিক্ষোভের মুখে গত শনিবার পদত্যাগ করার সিদ্ধান্ত নেন গোতাবায়া রাজাপক্ষে। তার এই সিদ্ধান্ত আজ বুধবার কার্যকর হওয়ার কথা।

শ্রীলঙ্কার বর্তমান দুর্দশার জন্য গোতাবায়া ও তার রাজাপক্ষে পরিবারের সীমাহীন দুর্নীতি ও লুটতরাজকে দায়ী করে আসছেন সরকার বিরোধী বিক্ষোভকারীরা। এই অভিযোগে তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখী করা হতে পারে এমন আশংকা করা হচ্ছে। দেশটির আইন অনুসারে, প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা যায় না। কিন্তু পদত্যাগের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর এই আইনী সুরক্ষা থাকবে না। তখন যে কোনো মূহূর্তে গ্রেপ্তার হয়ে যেতে পারেন-এমন আশংকায় গোতাবায়া পালিয়ে যাওয়ার মরিয়া চেষ্টা করেন।

এর আগে গোতাবায়ার ছোট ভাই ও দেশটির সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে গোপনে দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন। কিন্তু দেশটির সরকারবিরোধী বিক্ষোভকারীদের বাধার কারণে তার সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

অর্থসূচক

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.