চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বাসের ৭ যাত্রী।
সোমবার (১১ জুলাই) রাত সোয়া আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিকলবাহা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তোফাজ্জল আহমেদ।
তোফাজ্জল আহমেদ বলেন, কক্সবাজার থেকে আসা একটি বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে রাত সোয়া আটটার দিকে চাপা দেয়। এতে সিএনজিতে থাকা ৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জন পুরুষ এবং ১ জন নারী।
তিনি আরও জানান, সিএনজিকে চাপা দেওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে বাসের ৭ যাত্রী আহত হয়েছেন।
অর্থসূচক/এমএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.