মন্দা কাটিয়ে নতুন সম্ভাবনায় এগোবে দেশ: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘সব সংকট মোকাবিলা করে নতুন সম্ভাবনা নিয়ে এগিয়ে যাবে আমাদের দেশ- এই প্রত্যাশা সবার। কিন্তু এর জন্য দরকার সবার সম্মিলিত প্রয়াস।’
করোনাভাইরাসের অভিঘাত ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দাভাব কাটিয়ে নতুন সম্ভাবনা নিয়ে দেশ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ জন্য সবার সম্মিলিত প্রয়াস প্রয়োজন বলেও জানান তিনি।

ত্যাগের শিক্ষা ব্যক্তিজীবনে প্রতিফলিত হলে সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি।

বঙ্গভবনের দরবার হলে রোববার সকালে ঈদুল আজহার নামাজ আদায় করে জাতির উদ্দেশে দেয়া শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে দেশবাসীসহ বিশ্বের সব মুসলিমের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান রাষ্ট্রপ্রধান।

আবদুল হামিদ বলেন, ‘সব সংকট মোকাবিলা করে নতুন সম্ভাবনা নিয়ে এগিয়ে যাবে আমাদের দেশ- এ প্রত্যাশা সবার। কিন্তু এর জন্য দরকার সবার সম্মিলিত প্রয়াস।’

তিনি বলেন, ‘বিগত দুই বছরের করোনা মহামারির ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই এর সঙ্গে এখন যুক্ত হয়েছে রাশিয়া-ইউক্রেন সংকট। এসব যুদ্ধ-সংঘাতের কারণে বৈশ্বিক অর্থনীতি চাপের মুখে পড়েছে, বেড়েছে মূল্যস্ফীতির চাপ। সরকার এ পরিস্থিতি মোকাবিলায় অর্থনীতির চাকা সচল রাখতে বিভিন্ন প্যাকেজ প্রণোদনা প্রদানসহ বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।’

কৃষি, শিল্পসহ উৎপাদনশীল প্রতিটি খাত চাঙা রাখতে সরকার সহায়তা দিয়ে যাচ্ছে বলেও জানান রাষ্ট্রপতি।

তিনি বলেন, ‘দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা মোকাবিলায় বন্যাদুর্গত, অসচ্ছল ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ লাঘবেও বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত আছে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও উদ্যোগ গ্রহণ করতে হবে।’

কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সে জন্য দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান রাষ্টপ্রতি। তিনি বলেন, ‘ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তিজীবনে প্রতিফলিত হলেই সমাজে প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.