হিলি স্থলবন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ থেকে টানা ৮ দিন ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে।

তবে, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম খোলা থাকবে, সেই সাথে সরকারি ছুটি ব্যাতিত বন্দরের কার্যক্রম খোলা থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, আগামী ১০ জুলাই মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হবে। এ কারণে  ৮ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত ৮দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বানিজ্য কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১৬ জুলাই) থেকে বন্দর দিয়ে পুনরায় পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

এক পত্রের মাধ্যমে বিষয়টি ভারতীয় রফতানিকারকসহ সংশ্লিষ্ট সকল দফতরকে অবহিত করা হয়েছে।

হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা বদিউজ্জামান জানান, ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন খোলা থাকবে। ফলে ভারত-বাংলাদেশের মধ্যে সকল প্রকার পাসপোর্ট যাত্রীরা নিয়মিত যাতায়াত করতে পারবেন।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.