শরীয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে। আউটলেটগুলো হলো- বরিশালের উজিরপুরের গোরিয়া নতুন হাট, হবিগঞ্জের চুনারুঘাটে নরপতি শ্রীকুটা বাজারে এবং হবিগঞ্জের মাধবপুরের মাধবপুর বাজারে।
বৃহস্পতিবার (৭ জুলাই) ভিডিও কনফারেন্সের আউটলেটগুলোর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী।
এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান শাহ-সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অর্থসূচক/এইচডি



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.