অনুমোদিত মূলধন বৃদ্ধি করেছে ইউনিয়ন ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিয়ন ব্যাংক অনুমোদিত মূলধন বৃদ্ধি করেছে। ব্যাংকটি তার অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকায় উন্নীত করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ইউনিয়ন ব্যাংক আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক এবং রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিস অ্যান্ড ফার্ম (আরজেএসসি) থেকে অনুমোদন নিয়ে মূলধন বৃদ্ধি করেছে।

ব্যাংকটির শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। অনুমোদিত মূলধন বাড়ানোর ফলে অনুমোদিত শেয়ার সংখ্যা ১০০ কোটি থেকে বেড়ে ২০০ কোটি হয়েছে।

এর আগে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা মূলধন বৃদ্ধির বিষয়টি অনুমোদন করে।

চলতি বছরে (২০২২) পুঁজিবাজারে আসা ইউনিয়ন ব্যাংকের পরিশোধিত মূলধন ৯৮৬ কোটি ৯৩ লাখ টাকা। আর শেয়ার সংখ্যা ৯৮ কোটি ৬৯ লাখ ৩৩ হাজার ৭৬০টি।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.