জমে উঠেছে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার এজবাস্টন টেস্ট। রেকর্ড গড়ে ম্যাচ জিতে সিরিজ সমতায় শেষ করতে ইংল্যান্ডের প্রয়োজন ১১৯ রান, হাতে আছে সাত উইকেট। তবে শেষ দিনের আগে ইংল্যান্ড সমর্থকদের নামে আসলো বর্ণবাদের অভিযোগ। গ্যালারিতে ভারতের সমর্থকদের নিয়ে নাকি বর্ণবাদী মন্তব্য করে ইংলিশ সমর্থকরা!
এমন ঘটনার জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা, যা নজর এড়ায়নি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)। এজবাস্টনের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে জানানো হয়, ‘এটা জানতে পেরে আমরা ভীষণভাবে দুঃখপ্রকাশ করছি এবং কোনোভাবেই এই ধরণের আচরণ উপেক্ষা করা হবে না। যত দ্রুত সম্ভব তদন্ত করব আমরা।’
সমর্থক গোষ্ঠী ‘ভারত আর্মি’-র সদস্য আনিল সেহমি টুইটারে জানান, এজবাস্টনের গ্যালারির ২২ নম্বর ব্লকে ভারতীয় সমর্থকদের সঙ্গে বর্ণবাদী আচরণ করা হয়। নিরাপত্তা-কর্মীদের সঙ্গে সঙ্গে তা জানানো হলেও কোনও পদক্ষেপ নেয়নি তারা।
এতেই মূলত ক্ষেপে ওঠে ‘ভারত আর্মি’-র সদস্যরা। টুইটারে এমন অভিযোগ করতে থাকেন সংস্থাটির বাকি সদস্যরাও। এমনকি ভারতে থাকা দর্শকরাও এমন ঘটনা মেনে নিতে পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইংলিশ সমর্থকদের দুয়ো দিচ্ছেন তারাও। এদিকে এই টুইটারে এসব পোস্ট শেয়ার দিচ্ছেন কয়েকদিন আগে ইয়র্কশায়ার কাউন্টি দলে বর্ণবাদের শিকার হওয়া ও বর্ণবাদ নিয়ে লড়াই করে আলোচনায় থাকা সাবেক ইংলিশ ক্রিকেটার আজিম রফিক।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.