বাইডেনকে এবার অভিনন্দন জানাবেন না পুতিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানাবেন না বলে ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো বিষয়টি নিশ্চিত করেছেন। খবর- এনডিটিভি, রয়টার্স

সোমবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। প্রতিবছর মস্কো ওয়াশিংটনকে এ উপলক্ষ্যে অভিনন্দন জানান। তবে এবার মস্কোর প্রতি যুক্তরাষ্ট্রের ‘অবন্ধুসুলভ’ আচরণের কারণেই রুশ প্রেসিডেন্ট এ সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে অভিনন্দন না জানানোর প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ সংবাদ সম্মেলনে জানান, এ বছর অভিনন্দন পাওয়া যাবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের অবন্ধুসুলভ পলিসির কারণে এ অভিনন্দন জানানো হচ্ছে না।

 

 

অর্থসূচক/এইচডি/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.