রাশিয়ার জাহাজ আটক করেছে তুরস্ক

রাশিয়ার শস্যবাহী একটি জাহাজ আটক করেছে তুরস্ক। রাশিয়ার পতাকাবাহী জাহাজ বেআইনিভাবে ইউক্রেন থেকে শস্য পরিবহন করছে বলে দাবি করার পর আঙ্কারা জাহাজটি আটক করে।

তুরস্কে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভ্যাসলি বদ্নারের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। ভ্যাসিলি বদনার ইউক্রেনের রাষ্ট্র পরিচালিত টেলিভিশন চ্যানেলকে জানান, আমরা এ ব্যাপারে পূর্ণ ও সহযোগিতা করছি। জাহাজটি বর্তমানে বন্দরের প্রবেশ মুখে অবস্থান করছে। এটি আটক করেছে তুরস্কের কাস্টমস কর্তৃপক্ষ।

ইউক্রেনের রাষ্ট্রদূতের দাবি অনুযায়ী আজতদন্তকারীরা জাহাজটির ভাগ্য নির্ধারণ করবেন।

ঝিবেক ঝোলি নামে এই জাহাজটি আটকের জন্য ইউক্রেনের রাষ্ট্রদূত তুরস্কের সরকারকে অনুরোধ করার দু দিন পর জাহাজটি আটকের খবর এলো। প্রথম থেকেই ইউক্রেনের রাষ্ট্রদূত দাবি করে আসছেন যে, জাহাজটি ইউক্রেন থেকে চুরি করা কৃষি পণ্য পরিবহন করছে।

রাষ্ট্রদূত বদনার দফায় দফায় টুইটার পোস্টে বলেছেন, জাহাজটি মারিওপল শহরের বারদিয়ানস্ক সমুদ্রবন্দর থেকে ছেড়ে গিয়েছিল। এরপর থেকেই বদনার একাধিক টুইটার পোস্টে জাহাজটি আটকের জন্য তুর্কি সরকারের প্রতি আহ্বান জানান। বন্দরটি রাশিয়ার সেনারা নিয়ন্ত্রণ করছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.