রফতানি আয়ে রেকর্ড

দেশের রফতানি আয়ে সদ্য সমাপ্ত ২০২১-২০২২ অর্থ বছরে রেকর্ড সৃষ্টি হয়েছে। এসময় ৫২ বিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য রফতানি হয়েছে। যা আগের অর্থ বছরের চেয়ে ৩৪ দশমিক ৩৮ শতাংশ বেশি। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইপিবির পরিসংখ্যান অনুযায়ী ২০২১-২২ অর্থ বছরে ৫ হাজার ২০৮ কোটি ৭ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছে। তা আগের অর্থ বছরের চেয়ে ৩৪ দশমিক ৩৮ শতাংশ বেশি। রফতানি আয়ের লক্ষ্যমাত্র ছিল ৪ হাজার ৩৫০ কোটি ডলার। লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে ১৯ দশমিক ৭৩ শতাংশ।

এদিকে, অর্থ বছরের শেষ মাস জুনে একক মাসে রফতানি বেড়েছে ৩৭ শতাংশ। যদিও বিদায়ী অর্থবছরের মে মাসে সবচেয়ে কম রফতানি আয় এসেছে।

পণ্য রফতানিতে বরাবরের মতো শীর্ষস্থানে রয়েছে তৈরি পোশাক। চলতি অর্থবছরের প্রথম ১২ মাসে প্রধান পণ্য তৈরি পোশাকের রফতানি আয় বেড়েছে ৩৫ শতাংশের বেশি।

তৈরি পোশাকের পাশাপাশি হোম টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত ও প্রকৌশল পণ্য রফতানিতে ভালো করছে বাংলাদেশ।

এর আগে, এক অর্থবছরে সর্বোচ্চ রফতানি হয়েছিল ২০১৮-১৯ অর্থবছরে—৪ হাজার ৫৩ কোটি ডলার। করোনার কারণে পরের দুই বছরে রফতানি কম হয়।

বিস্তারিত আসছে…

অর্থসূচক/এমএস/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.