ফ্লোর স্পেস কিনবে এস.এস স্টিল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস.এস স্টিলের পরিচালনা পর্ষদ কর্পোরেট অফিসের জন্য ফ্লোর স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি নর্থবাড্ডার প্রগতি স্বরণীর পার্ল ট্রেড সেন্টারে ২৯ হাজার ৭৭২ বর্গফুট ফ্লোর স্পেস কিনবে। কোম্পানিটি ঢাকার জগন্নাথপুরে এজে ট্রেড সেন্টারে ২৮ হাজার৬৭৯ বর্গফুট আরেকটি অফিস স্পেস কিনবে।

কোম্পানিটির জমি কিনতে মোট ১৫ কোটি ৪০ লাখ ৭৪ হাজার ৫০৫ টাকা ব্যয় হবে।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.