ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৩৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৮৩ লাখ ৯২ হাজার ৯৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬০ কোটি ৯৯ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে যমুনা ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
উত্তরা ব্যাংক ১৪ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড ৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসিআই, এএফসি অ্যাগ্রো, আল-হাজ্ব টেক্সটাইল, আলিফ ম্যানুফ্যাকচারিং, আনোয়ার গ্যালভানাইজিং, বিকন ফার্মা, বেক্সিমকো গ্রীণ সুকুক, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, সি অ্যান্ড এ টেক্সটাইল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, জিএসপি ফিন্যান্স, এইচ.আর টেক্সটাইল, ইমাম বাটন, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, আইপিডিসি ফিন্যান্স, কাট্টালি টেক্সটাইল, মেট্রো স্পিনিং, ওরিয়ন ইনফিউশন, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যাল, শাশা ডেনিম, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সিলকো ফার্মা, সোনালী পেপার, সোনারগাঁও টেক্সটাইল, শাইনপুকুর সিরামিকস, স্কয়ার ফার্মা, ভিএফএস থ্রেড ডাইং, ওয়ালটন হাইটেক ও ইয়াকিন পলিমার লিমিটেড।
অর্থসূচক/এসএ/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.