প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ২ কোটি টাকা অনুদান দিয়েছে ইউনিয়ন ব্যাংক লিমিটেড। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিয়ন ব্যাংক দেশের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ দুর্গত মানুষের জন্য এ অনুদান প্রদান করে।
অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের হাতে অনুদানের চেক তুলে দেন ইউনিয়ন ব্যাংকের পরিচালক শওকত হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ বি এম মোকাম্মেল হক চৌধুরী।
অর্থসূচক/এইচডি/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.