জাপানে বিদ্যুৎ সংকট মোকাবিলায় বাতি বন্ধ রাখার নির্দেশ

রাজধানী টোকিওতে বসবাসকারী জনগণকে দিনের বেলায় বিদ্যুৎ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাপান সরকার। গ্রীষ্মের তীব্র দাবদাহের কারণে বিদ্যুৎ সরবরাহ কমায় সোমবার (২৭ জুন) এ নির্দেশ দেয় দেশটির সরকার।

দেশটির ইকোনমি ট্রেইড অ্যান্ড ইন্ডাস্ট্রি বলছে, বিকেলের দিকে প্রচণ্ড গরম পড়ে। এ সময়টাতে অপ্রয়োজনীয়ভাবে বিদ্যুৎ জ্বালানো থেকে বিরত থাকতে উচিত। তবে তাপমাত্রা সংকুচিত করতে এয়ার কন্ডিশনার ব্যবহার করা যেতে পারে।

রোববার (২৬ জুন) অফিসিয়াল সূত্র জানায়, টোকিওতে বাড়তি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আজ (২৭ জুন) ৩.৭ শতাংশ কমিয়ে আনা হতে পারে। জাপান সরকার দেশের জনগণকে স্থানীয় সময় বিকাল ৩ হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছে।

মন্ত্রণালয় বলছে, সংরক্ষিত বিদ্যুতের ৩ শতাংশ কমে যেতে পারে যদি চাহিদা বাড়তে থাকে। সরকার জীবাশ্ম জ্বালানির ব্যবহারের মাধ্যমে বিদ্যুতের উৎপাদন কমিয়ে এনেছে। যেহেতু এটা কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। সেই সঙ্গে নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের মাধ্যমেও বিদ্যুতের উৎপাদনও বন্ধ রাখা হয়েছে। তবে বাড়তি চাহিদার কথা মাথায় রেখে উৎপাদন বাড়ানো হচ্ছে।

এই মুহূর্তে জাপানে উচ্চমাত্রায় তাপমাত্রা বেড়েছে। জাপানের পাবলিক ব্রডকাস্টার সংবাদ মাধ্যম জানিয়েছে, উচ্চ তাপমাত্রার কারণে টোকিওতে অসুস্থ হয়ে ইতোমধ্যে ৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। কাওয়াগো শহরের ৯৪ বছর বয়সী একজন লোক মারা গেছেন।

জাপান এই সিদ্ধান্ত নেওয়ার আগে অস্ট্রেলিয়াও তীব্র বিদ্যুৎ সংকটে পড়েছে। এ অবস্থায় নিউ সাউথ ওয়েলেসের বাসিন্দাদের সরকার অনুরোধ জানিয়েছে তারা যেন বাসাবাড়িতে দিনের বেলায় বিদ্যুৎ ব্যবহার না করে।

অর্থসূচক/এইচডি/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.