সিলেটে বিকাশের ফ্রি হেলথ ক্যাম্প চালু

সিলেটে ফ্রি হেলথ ক্যাম্প স্থাপন করেছে বিকাশ। এ ক্যাম্পে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য মিলেছে প্রাথমিক চিকিৎসা, ওষুধ, বিশুদ্ধ খাবার পানি ও বিকাশ এজেন্ট সেবা।

সিলেটে রেকর্ড ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সিলেট সদর, সুনামগঞ্জ সদর, গোয়াইনঘাট, ছাতক, দিরাই, নবীগঞ্জ, বিশ্বনাথ, বানিয়াচং-এর ১০টি এলাকায় ফ্রি হেলথ ক্যাম্প স্থাপন করে বিকাশ।

এসব ক্যাম্পের আওতায় ক্ষতিগ্রস্তরা প্রতিদিন পাচ্ছে ওষুধসহ বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা সেবা। সেই সঙ্গে বিশুদ্ধ খাবার পানি, মোবাইল চার্জের সুবিধা এবং অস্থায়ী বিকাশ এজেন্ট সেবাও পাচ্ছেন তারা।

বিকাশ কর্তৃক স্থাপিত ক্যাম্পগুলোতে রাখা হয়েছে একজন করে এমবিবিএস ডাক্তার ও তাদেরকে সহযোগিতা করার জন্য রাখা হয়েছে সহকারী। এরা দুর্গতদের সেবা দিয়ে যাচ্ছেন।

অর্থসূচক/এইচডি/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.