এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান আফতাব উল ইসলাম, এফসিএ এবং ভাইস চেয়ারম্যান হিসেবে কাশফী কামাল পুনর্নির্বাচিত হয়েছেন।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ জুন) অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের পরিচালনা পর্ষদ সভায় সর্ব সম্মতিক্রমে অত্র কোম্পানীর পরবর্তী মেয়াদের জন্য আফতাব উল ইসলাম, এফসিএ এবং কাশফী কামালকে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে পূণনির্বাচিত করা হয়।

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.