পদ্মা সেতুর উদ্বোধন: বাংলাদেশকে অভিনন্দন বিশ্বব্যাংকের

পদ্মা সেতুর উদ্বোধনে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন এ অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ-বিশ্বব্যাংক সম্পর্ককে এগিয়ে নেওয়ার এখনি সময়। বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধিতে পদ্মা সেতুর অবদান হবে বিশাল।

শনিবার (২৫ জুন) এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের অংশীদার হিসেবে বিশ্বব্যাংক মনে করছে, পদ্মা সেতু এ দেশের মানুষের বহুমুখি সুযোগ-সুবিধা দেবে। এটা বাংলাদেশের দারিদ্র্য কমিয়ে আনতে ভূমিকা রাখবে।

২০১২ সালে বিশ্বব্যাংক বাংলাদেশকে পদ্মা সেতুর নির্মাণে ১.২ বিলিয়ন ডলারের অর্থায়ন সহায়তা দিবে বলে সে সময় চুক্তি করে। পরে বাংলাদেশের বিরুদ্ধে “উচ্চমাত্রায়” দুর্নীতির অভিযোগ এনে পদ্মা সেতু নির্মাণে অর্থায়ন পুরোপুরি বন্ধ করে দেয় বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংক তখন বলেছিল, দুর্নীতির প্রমাণ পেয়ে বিশ্বব্যাংক অন্ধ হতে পারে না, বিশ্বব্যাংকের অন্ধ হওয়া উচিত নয় এবং বিশ্বব্যাংক অন্ধ হবেও না।

এ ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বিশ্বব্যাংক ঋণ দিক বা না দিক, পদ্মা সেতু হবেই। ২০১২ সালের জুলাইয়ে বাংলাদেশ মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয়, নিজেদের টাকায় স্বপ্নের প্রকল্প গড়ে তোলা হবে। তার দু’দশক পর আজ প্রধানমন্ত্রীর সেই স্বপ্ন সত্যি হয়েছে।

অর্থসূচক/এইচডি/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.