চীন ২৯ টি যুদ্ধবিমানের এক বহর নিয়ে তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করে। এর জবাবে তাইওয়ানও তাদেরকে তাড়া করতে যুদ্ধবিমান পাঠায়। মঙ্গলবার (২০ জুন) তাইপেই ও বেইজিংয়ের মধ্যে এমন উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। খবর- আল-জাজিরার
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরে এটা চীনের সর্বোচ্চ যুদ্ধবিমানের বহর। এই বহরে রয়েছে ১৭টি যুদ্ধবিমান ও ৬টি এইচ-৬ বোম্বার। এছাড়াও রয়েছে একটি ইলেকট্রিক ওয়ারফেয়ার, পূর্বসতর্কতা, জ্বালানি তেল সরবরাহের জন্য একটি বিমান এবং এন্টি-সাবমেরিন।
প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানায়, চীনকে সতর্ক করতেই তাইওয়ান পালটা যুদ্ধবিমান পাঠিয়েছে। এছাড়া চীনকে উচিত জবাব দিতে ফিট করা হয়েছে মিসাইল সিস্টেম। এগুলো চীনা যুদ্ধবিমানের গতিবিধি তদারকি করছে।
এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাড়া খেয়ে চীনা যুদ্ধবিমানগুলো প্রথমে তাইওয়ানের দক্ষিণ-পূর্ব প্রতাস অঞ্চলের দিকে চলে যায়। তারপর তাইওয়ান-ফিলিপাইনকে বিভক্তকারী বাশি চ্যানেল হয়ে প্যাসিফিক সাগর প্রবেশ করে এবং পরে চীনে ফিরে যায়।
উল্লেখ্য, তাইওয়ান হচ্ছে একটি স্ব-শাসিত দ্বীপ। চীন তাইওয়ানকে নিজেদের বলে দাবি করছে। তবে গত দু’বছরেরও বেশি সময় ধরে দেশটি চীনা আগ্রাসনের কথা বার বার জানিয়েছে। তারপরে চীন তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করে বিমান মহড়া অব্যাহত রেখেছে।
অর্থসূচক/এইচডি/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.