দুই ফেরির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

মুন্সীগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের মাঝিকান্দি নৌপথে বেগম রোকেয়া ও বেগম সুফিয়া কামাল নামে দুই ফেরির মুখোমুখি সংঘর্ষে খোকন শিকদার (৪০) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। এতে দুটি ফেরিই ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (১৯ জুন) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। বেগম সুফিয়া কামাল ফেরিটি মাঝিকান্দি ফেরি ঘাট থেকে শিমুলিয়া ফেরি ঘাটে আসার সময় এবং বেগম রোকেয়া ফেরি শিমুলিয়া ঘাট থেকে মাঝিকান্দি ফেরি ঘাটে যাওয়ার সময় পদ্মা নদীর টার্নিং পয়েন্ট জাজিরা প্রান্তে দুই ফেরির সংর্ঘষে ভেতরে গাড়িচাপা পড়ে মাছবাহী পিকআপচালক খোকন শিকদার নিহত হন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশন-বিআইডব্লিউটিসি’র ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন জানান, জাজিরায় মাঝিকান্দি ঘাটের অদূরে পদ্মা টার্নিং পয়েন্টে দুই ফেরির সংঘর্ষ হয়। এতে ফেরিতে থাকা এক ব্যক্তি গাড়িচাপায় নিহত হন। বর্তমানে ফেরিঘাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এবং সব নৌযান সচল রয়েছে।

জানা গেছে, রাত থেকেই পদ্মায় প্রচণ্ড স্রোত ছিল। খরস্রোতের মধ্য দিয়ে ফেরি চলাচল করছিল। ভোরের দিকে বেগম রোকেয়া ও বেগম সুফিয়া কামাল ফেরি দুটি নিয়ন্ত্রণ রাখতে পারেনি। এতে দুই ফেরির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড এ সংঘর্ষে দুটি ফেরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ফেরিতে থাকা একজন গাড়িচালক আহত হন। আরেকজন চালক নদীতে পড়ে যান। সংঘর্ষের পর ফেরি দুটি গন্তব্যে পৌঁছে যানবাহন ও যাত্রী নামায়।

বেগম রোকেয়া ফেরির মাস্টার মিন্টু রঞ্জন দাস বলেন, ‘নদীতে অনেক স্রোত ছিল। জাজিরা পয়েন্টের কাছাকাছি মোড়ে এলে স্রোতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সুফিয়া কামাল ফেরির সঙ্গে আমার ফেরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমার ফেরিতে থাকা আট থেকে ১০টি গাড়ির ক্ষতি হয়। এবং একজন ট্রাকচালক নিহত হয়েছেন।’

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.