সিলেট থেকে বিমানের লন্ডন ফ্লাইট বাতিল

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে সিলেটে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে বিমানবন্দরেও। পানি ঢুকে পড়েছে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে।

শুক্রবার দুপুর ২টা পর্যন্ত ফ্লাইট ওঠা নামা করলেও বিকালে পানি প্রবেশ করায় কার্যক্রম বন্ধ করে দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এদিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যে তিনটি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ। শুক্রবার দুপুর থেকে এ বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইটগুলো বাতিল করেছে পতাকাবাহী এয়ারলাইন্সটি।

সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ‘আগামী ২১ জুন পর্যন্ত সিলেট থেকে সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের এ তথ্য জানানো হচ্ছে। বিমানবন্দর চালু হলে ফের ফ্লাইট শুরু হবে।’

ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ বলেন, বিমানবন্দরের রানওয়ে পানির নিচে ডুবে গেছে। অনেক ইনস্ট্রুমেন্ট পানির নিচে। এজন্য সাময়িকভাবে তিন দিনের জন্য বিমানবন্দরের কার্যক্রম বন্ধ। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.