ব্লক মার্কেটে ৬৫ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৩৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৩৩ লাখ ৫২ হাজার ৭১১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৫ কোটি ৫৩ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে মুন্নু ফেব্রিক্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১৫ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
রেনেটা ১০ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

আইপিডিসি ফিন্যান্স লিমিটেড ৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আল-হাজ্ব টেক্সটাইল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, এশিয়া ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন, বীচ হ্যাচারি, বীকন ফার্মা, ব্রাক ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, দেশ গার্মেন্টস, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো, জিএসপি ফিন্যান্স, এইচ.আর টেক্সটাইল, ইমাম বাটন, কাট্টালি টেক্সটাইল, লাফার্জহোলসিম, লিবরা ইনফিউশন, এম.এল ডাইং, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ন্যাশনাল পলিমার, ওরিয়ন ফার্মা, প্রিমিয়ার সিমেন্ট, প্রাইম ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল,আরডি ফুড, স্যালভো কেমিক্যাল, সিলকো ফার্মা, সিলভা ফার্মা ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.