গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে ভাওয়াল এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১০টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে এসে পৌঁছানোর পর উদ্ধার কাজ শুরু হবে। আশা করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে বগিটি উদ্ধার করা সম্ভব হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ হিরো জানান, শ্রীপুর স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। একপর্যায়ে ট্রেনটি রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এরপর জয়দেবপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে আছে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.