যমুনা ব্যাংকের লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান যমুনা ব্যাংক লিমিটেড এর শেয়ারহোল্ডারদের ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ব্যাংকটির শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে ২০২১ সালের জন্য ১৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) শেয়ারহোল্ডারগণের স্বশরীরে উপস্থিতিতে রাজধানীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদ ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক ইঞ্জিনিয়ার এ. কে. এম. মুশাররফ হুসাইন, ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান, মোঃ বেলাল হোসেন, কানুতোষ মজুমদারসহ অন্যান্য পরিচালকবৃন্দ।

এছাড়াও  উক্ত সভায় পরিচালনা পর্ষদের অডিট কমিটি-এর চেয়ারম্যান জনাব মোঃ হুমায়ুন কবির খান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ, বহিঃনিরীক্ষক প্রতিনিধি, ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজারসহ  বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার স্বশরীরে ও ভার্চুয়ালী উপস্থিত ছিলেন।

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.