দিল্লিতে প্রথম ম্যাচে সাত উইকেটে জেতার পর কাটাকে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ভারতকে চার উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। মূলত হেনরিক ক্লাসেনের ঝড়ো ব্যাটিংয়েই উড়ে গেছে ভারত।
১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৯ রানে তিন উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। রিজা হ্যান্ডরিকস (৪), ডোয়াইন প্রিটোরিয়াস (৪) ও র্যাসি ভ্যান ডার ডসেন (১) সবাই এ দিন ব্যর্থ ছিলেন। তিনজনকেই ফিরিয়েছেন ভারতের পেসার ভুবনেশ্বর কুমার। তারপর অধিনায়ক টেম্বা বাভুমার সঙ্গে ৬৪ রানের জুটি গড়েন ক্লাসেন। ওপেনিংয়ে নামা বাভুমা ৩০ বলে ৩৫ রান করে যুবেন্দ্র চাহালের বলে বোল্ড হয়ে ফিরে গেলে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা।
দুর্দান্ত আইপিএল কাটানো ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে সেই চাপ সামাল দেন ক্লাসেন। দলের রান যখন ১৪৪, তখন বিদায় নেন তিনি। ফেরার আগে খেলেন ৪৬ বলে সাতটি চার ও পাঁচটি ছক্কায় ৮১ রান। ডেভিড মিলার ১৫ বলে ২০ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। দশ বল আগেই লক্ষ্যে পৌঁছায় প্রোটিয়ারা।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৪৮ রান তোলে ভারত। এ দিন ব্যর্থ হন দলটির ওপেনার রুতুরাজ গায়কোয়াড় (১)। তিনি ফেরার পর ৪৭ রানের জুটি গড়েন ইশান কিশান ও শ্রেয়াস আইয়ার।
২১ বলে ৩৪ রানে ফিরে যান ইশান। আইয়ারের ব্যাটে আসে ৩৫ বলে ৪০ রান। অধিনায়ক ঋষভ পান্ত ও সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া এ দিন সুবিধা করতে পারেননি। পান্ত ৫ ও পান্ডিয়া ৯ রানে ফিরে যান। শেষদিকে ২১ বলে দুটি চার ও দুটি ছক্কায় ৩০ রান করে অপরাজিত থাকেন দীনেশ কার্তিক। সঙ্গী হার্শাল প্যাটেল করেন ৯ বলে অপরাজিত ১২ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩৬ রান খরচায় দুই উইকেট নেন অ্যানরিখ নরকিয়া।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.