ওপেনিংয়ে নেমেও ব্যর্থ মুমিনুল

এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান তিনটি করে উইকেট নিলেও সিডব্লিউসি প্রেসিডেন্টস একাদশকে অল আউট করতে পারেনি বাংলাদেশ। ৮ উইকেটে ৩৫৯ রান নিয়ে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। তাতে প্রথম ইনিংসে ৪৯ রানের লিড পেয়েছে তারা।

প্রথম ইনিংসে সিডব্লিউসি প্রেসিডেন্টস একাদশের চেয়ে ৪৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে অবশ্য ওপনিংয়ে নামেননি তামিম ইকবাল। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ায় ব্যাটিংয়ে প্রস্তুতি সারতে ওপেনিংয়ে নেমেছিলেন মুমিনুল হক। তবে ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। ১৬ বলে ৪ রান করে রান আউট হয়েছেন মুমিনুল।

এদিকে লম্বা সময় ধরেই টেস্ট ক্রিকেটের বাইরে রয়েছেন মুস্তাফিজ। তবে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে আবারও সাদা পোশাকের ক্রিকেট ফিরছেন বাঁহাতি এই পেসার। সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে দারুণ বোলিং করেছেন মুস্তাফিজ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে ৫ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। বাঁহাতি এই পেসার ফিরিয়েছেন কারিয়াহ, জেরোমি সোলজানো এবং লুইসকে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.