চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় দগ্ধ নুরুল কাদের (২২) নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে।
রোববার (১২ জুন) দুপুরে নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে তিনি মারা যান। নুরুল কাদের বাঁশখালীর বাসিন্দা। এর আগে রোববার ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন ফায়ার ফাইটার।
এ তথ্য নিশ্চিত করে পার্কভিউ হাসপাতালের ডিজিএম মো. হুমায়ুন কবির জানান, হাসপাতালে চিকিৎসাধীন থাকা নুরুল কাদের নামে আরেক ব্যক্তি আজ দুপুরের দিকে মারা গেছেন। হাসপাতালে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় বেসরকারি বিএম কনটেইনার লিমিটেডের ডিপোতে আগুন লাগে। পরে দাহ্য পদার্থ থাকা বেশ কয়েকটি কনটেইনার বিস্ফোরিত হয়। এতে মৃতের সংখ্যা বাড়তে থাকে। এ নিয়ে সীতাকুণ্ড বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে হলো ৪৮ জন।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.