ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজ পাকিস্তানের

বাবর আজম-ইমাম উল হকের অসাধারণ ব্যাটিংয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১২০ রানে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে পাকিস্তান।

মুলতানে টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২৭৫ রান তোলে পাকিস্তান। অধিনায়ক বাবরের ব্যাটে আসে ইনিংস সর্বোচ্চ ৭৭ রান। ৯৩ বলে খেলা এই ইনিংসে ছিল পাঁচটি চার ও একটি ছক্কার মার।

ইমামের ব্যাটে আসে ৭২ রান। ৭২ বলে খেলা এই ইনিংসে ছিল ছয়টি চারের মার। এই দুজনের ১২০ রানের জুটিতেই ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেয় পাকিস্তান। শেষ দিকে শাদাব খান ও ও খুশদিল শাহ দুজনই ২২ রানের দুটি ইনিংস খেলেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি উইকেট নেন আকিল হোসেন। দুটি করে উইকেট নেন আলজারি জোসেফ ও অ্যান্ডারসন ফিলিপ।

লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৫৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংস সর্বোচ্চ ৪২ রান আসে শামারহ ব্রুকসের ব্যাটে। এ ছাড়া কাইল মেয়ার্স ৩৩ ও অধিনায়ক নিকোলাস পুরান ২৫ রান করেন। পাকিস্তানের হয়ে চারটি উইকেট নেন মোহাম্মদ নাওয়াজ। মোহাম্মদ ওয়াসিম নেন তিন উইকেট। দুটি উইকেট নেন শাদাব। একটি উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি।

 

 

অর্থসূচক/এএইচআর

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.