উদ্বোধনে গিয়ে সেতু ভেঙে মেয়রসহ আহত ২৪

সেতু উদ্বোধন করতে গিয়ে মেয়রসহ অন্তত ২৪ জন মানুষ সেতু ভেঙে নিচে পড়ে আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন কাউন্সিল মেম্বার, দু’জন দাপ্তরিক কর্মকর্তা ও একজন সাংবাদিক ছিলেন । এতে সকলে গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়।

মেক্সিকোর কুয়ের্নাভাকা শহরে গত মঙ্গলবার (৭ জুন) এ ঘটনাটি ঘটেছে। খবর দ্য ওয়াশিংটন পোস্টের

কাঠ ও লোহার চেইন দ্বারা নির্মিত সেতুটি আসলে একটি ঝুলন্ত ব্রিজ । সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও মেয়রসহ প্রায় ২৪ জন লোক ব্রিজটিতে ওঠে । তাদের কয়েকজন হেটে সেতুটির কিছু পথ আসে। এক পর্যায়ে সেতুটি ভেঙে অন্তত ১০ ফিট নিচে পড়ে যায় তারা।

এ প্রসঙ্গে মেয়র জোস লুইস জানান, ঝুলন্ত ব্রিজটির উদ্বোধনে করতে অনেকে হেঁটে আসছিলেন। এক পর্যায়ে ব্রিজটিতে তারা লাফালাফি করলে এটির শিকল ছিড়ে যায়। সে সময় সেতুতে থাকা লোকজন নিচে পড়ে গিয়ে আহত হয়। আমরা যারা ছিলাম, তাদের চেয়েও বেশি লোক সে সময় ব্রিজটিতে ওঠেছিল কিন্তু এত বেশি লোক ওঠা তখন ঠিক হয়নি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.