পাকিস্তানে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে নিহত হয়েছে অন্তত ২২ জন । বুধবার (৮ জুন) সকালে বালুচিস্তান প্রদেশে এ ঘটনা ঘটে। খবরে ডন ও এনডিটিভি
বালুচিস্তানের এক অফিসিয়াল কর্মকর্তা জানায়, বাসটি ভূমি থেকে ১৫৭২ মিটার উচ্চতায় অবস্থিত সাইফুল্লাহর কাছে আখতারঝাইয়ের পাহাড়ের রাস্তায় চলতে হিমশিম খায়। রাস্তাটি বেশ সংকীর্ণ ছিল। সেইসঙ্গে রাস্তাটি আঁকাবাকাও ছিল। একপর্যায়ে ড্রাইভার মোড় ঘোরাতে কড়া ব্রেক ধরলে যাত্রীসহ বাসটি খাদে পড়ে যায়। এতে শিশুসহ কমপক্ষে ২২ জন মারা যান।
এ ঘটনায় স্থানীয় জেলা প্রশাসক, হাফিজ মুহাম্মদ কাশিম জানান, যাত্রী নিয়ে বাসটি লোরালিয়া থেকে ঝোব শহরে বেড়াতে যাচ্ছিল। বাসটি আখতারঝাইয়ের উঁচু টিলা হতে খাদে পড়ে যায়। ঘন অরণ্য ও দুর্গম প্রতিকূলতার মধ্যেও আমরা এ পর্যন্ত ১০ জনের মৃত দেহ উদ্ধার করেছি।
এ ঘটনায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো গভীর শোক প্রকাশ করে কর্তৃপক্ষকে আহতদের পর্যাপ্ত চিকিৎসাসেবা দেওয়ার জন্য অনুরোধ করেছেন। সেই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করেছেন তিনি।
উল্লেখ্য, পাহাড়ী বাঁকা ঢালের কারণে প্রতি বছর বালুচিস্তানের এ অঞ্চলটিতে শত শত প্রাণ ঝরে যায়।
অর্থসূচক/এইচডি/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.