সীতাকুণ্ডের ঘটনায় পাকিস্তান প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোয় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেই সঙ্গে ঢাকায় অবস্থিত ইরানের দূতাবাসও এ নিয়ে এক শোক বার্তা পাঠিয়েছে।

সোমবার (৬ জুন) সকালে এক টুইট বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।

চট্টগ্রামে ভয়াবহ দুর্ঘটনায় শোক প্রকাশ করে শাহবাজ শরিফ বলেন, ‘বাংলাদেশে এক অগ্নিকান্ডে মূল্যবান জীবন প্রাণহানির সংবাদ শুনে আমি ব্যথিত। বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি আমার অন্তরের অন্তস্থল থেকে শোক ও গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

অপরদিকে এদিন ঢাকায় অবস্থিত ইরানের দূতাবাস থেকে জানানো হয়েছে, সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় রাসায়নিক পদার্থ থাকা একটি কনটেইনার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে এখন পর্যন্ত ৪৩ জন নিহত ও চার শতাধিক মানুষ আহত হয়েছেন। হতাহতদের মধ্যে ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্যও রয়েছেন।

অর্থসূচক/এইচডি/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.