সীতাকুণ্ডে বিস্ফোরণ: বার্ন ইনস্টিটিউটে ভর্তি আরও ২

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও দুইজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ নিয়ে দুর্ঘটনাস্থল থেকে ঢাকায় আনা অগ্নিদগ্ধ মোট রোগীর সংখ্যা ১৮। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আগে ছিল ১৫, এখন ১৭ জন। বাকি একজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।

সোমবার (৬ জুন) দিবাগত রাতে তাদেরকে সেখানে ভর্তি করা হয়। তারা হলেন- বদরুজ্জামান (১৮) এবং ইমামুল (২৫)।

হাসপাতাল সূত্র জানায়, দগ্ধরা চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে রয়েছেন। তাদের শরীরের কত শতাংশ পুড়ে গেছে এখুনি বলা যাচ্ছে না। তাদের শরীরের অনেক অংশেই ব্যান্ডেজ করা।

এর আগে, শনিবার (৪ জুন) রাত সাড়ে ১০টায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। পরে কনটেইনার বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ২২ জনের লাশ হস্তান্তর করা হয়েছে। বাকিদের পরিচয় নিশ্চিত হতে ডিএনএ টেস্ট করছে সিআইডি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.