মহানবীকে নিয়ে কটূক্তি, বিজেপির দুই নেতা বহিষ্কার

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বেশ কয়েকজন নেতা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় দেশ-বিদেশে ক্রমবর্ধমান ক্ষোভের মধ্যেই রোববার (৫ জুন) দলটির মুখপাত্র নুপুর শর্মা এবং তার সহকর্মী নবীন কুমার জিন্দালকে বহিষ্কার করা হয়েছে। খবরে রয়টার্স

বিজেপির নিজস্ব ওয়েবসাইটে এ নিয়ে এক বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে বিজেপি সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। বিজেপি যেকোনো ধর্মের যেকোনো ব্যক্তিত্বের অপমান করাকে তীব্র নিন্দা জানায়।

কটূক্তির বিষয়ে শর্মা তার টুইটে জানান, টেলিভিশন সাক্ষাতকারে হিন্দুদের ভগবানকে নিয়ে পাল্টা জবাব দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেছেন। তবে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা মোটেও তার উদ্দেশ্য ছিল না।

তিনি আরো জানান, “আমার কথাগুলো কারোর (মুসলিমদের) ধর্মীয় অনুভূতিতে আঘাত আনায় আমি কথাগুলো নিঃস্বার্থভাবে ফিরিয়ে নিচ্ছি।”

অপরদিকে, দল থেকে বহিষ্কৃত জিন্দাল টুইটারে জানান, হিন্দু দেবতা নিয়ে কেউ কুমন্তব্য করেছেন। আমি ঐ মন্তব্যের প্রতিবাদস্বরূপ কেবল কয়েকটি প্রশ্ন জুড়ে দিয়েছি, তার অর্থ এই নয় যে আমি কোনো ধর্মের বিপক্ষে কথা বলেছি।

এদিকে শর্মার ইসলামবিরোধী মন্তব্যে কাতার, কুয়েতসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদের ঝড় ওঠে, এর অংশীদার পাকিস্তানও। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, ইমরান খান ও বর্তমান প্রধানমন্ত্রী, শেহবাজ শরীফও এর তীব্র নিন্দা জানিয়েছেন।

জানা গেছে, এ ঘটনায় কুয়েত ও কাতার তাদের ভারতীর হাইকমিশনারকে তলব করেছে। সেই সঙ্গে এর নিন্দাও জানিয়েছে এবং জনগণের সামনে ক্ষমা চাওয়ার জন্যও বলেছে। তবে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিজেপি থেকে তাদেরকে বহিষ্কারকে সাধুবাদ জানিয়েছে।

অর্থসূচক/এইচডি/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.