প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) -কে কটুক্তি করায় মোদির সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-কে অনুরোধ করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
রোববার (৫ জুন)পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী এক টুইটে এ তথ্য জানান।
টুইটে তিনি বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) -কে নিয়ে বিজেপির এক মুখপাত্র অসম্মান করায় আমি এর তীব্র প্রতিবাদ করছি। মোদী সরকার ইচ্ছাকৃতভাবে ভারতে মুসলিম বিদ্বেষী নীতি অনুসরণ করছে, সহিংসতাকে উস্কে দিচ্ছে।
তিনি আরও বলেন, নবীজীর প্রতি যাদের অগাধ ভালবাসা রয়েছে, তাদের কাছে এ ধরনের আক্রমণাত্মক উক্তি সবচেয়ে বেদনাদায়ক। ওআইসিকে অবশ্যই মোদী সরকারের বিরুদ্ধে ইসলামবিদ্বেষী মন্তব্য প্রশ্রয় দেওয়ার জন্য কঠোর ব্যবস্থা নিতে হবে।
এদিকে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীও এর তীব্র নিন্দা ব্যক্ত করেছেন। তিনি এ প্রসঙ্গে এক টুইট করেছেন। তিনি লিখেছেন, প্রিয় নবীকে নিয়ে ভারতের বিজেপির লিডারের এমন বেদনাদায়ক মন্তব্যের জন্য কঠোর ভাষায় নিন্দা জানাই। বারবার বলা হয়েছে, ভারত মোদী সরকারের অধীনে ধর্মীয় স্বাধীনতাকে পদদলিত করেছে এবং মুসলমানদের নিপীড়িত করেছে। বিশ্বের এটা জেনে রাখা উচিত, এ জন্য ভারতকে কঠোরভাবে তিরস্কার করা উচিত।
তিনি আরও বলেন, নবীজীর প্রতি আমাদের ভালবাসা সর্বোত্তম। সমস্ত মুসলিমরা তাঁর ভালবাসা ও সম্মানের জন্য তাদের জীবন পর্যন্ত কোরবানি করতে পারে।
অর্থসূচক/এইচডি/এএইচআর
 
			
 
						

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.