টিলা ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

সিলেটের জৈন্তাপুর উপজেলায় টিলা ধসে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ছয় জন। সোমবার (৬ জুন) ভোরে সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের হাতজনি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জুবের আহমদ (৩৫), তার স্ত্রী সুমি বেগম (৩০), তাদের ৫ বছর বয়সী ছেলে সাফি আহমদ এবং ওই পরিবারের সদস্য মাওলানা রফিক আহমদের স্ত্রী সামিরা বেগম (৫৮)।

সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সিলেটের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, পাহাড়ের অংশ কেটে কাঁচা ঘরটি নির্মাণ করা হয়। বৃষ্টিপাতের কারণে ভোরে মাটি ধসে ঘরের ওপর পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় চার জনের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো। আহতদের উদ্ধার করে একই হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.