যমুনা ব্যাংকের ২২ বছরে পদার্পন

এক এক করে ২২ বছরে পদার্পন করেছে যমুনা ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে লাভজনক তিনটি ডিপোজিট স্কীম ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে স্থাপিত অলাভজনক যমুনা ব্যাংক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন করা হয়।

লাভজনক স্কীমগুলো হলো- ২২ কিস্তিতে লাখপতি স্কিম, যমুনা লাখ টাকা লাকি স্কিম, যমুনা প্রবাসী কল্যাণ স্কিম।

সম্প্রতি গুলশানের প্রধান কার্যালয়ে ২২ বছরে পদার্পন উপলক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে স্কীম ও ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন করে ব্যাংকটি।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। আরো উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার, ইঞ্জিনিয়ার এ. কে. এম মুশাররফ হুসাইন, ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম, উপব্যবস্থাপনা পরিচালকবর্

এছাড়া প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীসহ অনলাইনে যমুনা ব্যাংকের সকল শাখার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.