সাদা বলের ক্রিকেটে লাসিথ মালিঙ্গাকে বোলিং স্ট্র্যাটেজি কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন এই সিরিজে এ দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার ইতিহাসের অন্যতম সেরা এই পেসার।
এবারই প্রথমবার মালিঙ্গা এ দায়িত্ব পালন করছেন না। এর আগে গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা দলের অস্ট্রেলিয়া সফরে একই দায়িত্ব পালন করেছিলেন কিংবদন্তি এই পেসার। যদিও সেই সিরিজ ভালো যায়নি শ্রীলঙ্কার। পাঁচ ম্যাচের সিরিজটি শ্রীলঙ্কা হারে ৪-১ ব্যবধানে। তাতে অবশ্য মালিঙ্গার প্রতি একটুও আশা হারায়নি এসএলসি। এবার তাই পুনরায় মালিঙ্গার দ্বারস্থ হয়েছে তারা।
এক বিবৃতিতে এসএলসি বলেছে, ”শ্রীলঙ্কা ক্রিকেট বিশ্বাস করে, মালিঙ্গার দারুণ সব অভিজ্ঞতা এবং ডেথ বোলিং পারদর্শিতা, বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে- এটা দলকে আসন্ন সিরিজে দারুণভাবে উপকৃত করবে।’
অস্ট্রেলিয়া দলের শ্রীলঙ্কা সফরে ৩৮ বছর বয়সী মালিঙ্গা নিজ দেশের বোলারদের অন ফিল্ড স্ট্র্যাটেজিক প্ল্যান বাস্তবায়নে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন। জাতীয় দলে কাজ করা ছাড়াও খেলোয়াড়ি জীবন শেষে আইপিএলের দল রাজস্থান রয়্যালসের বোলিং মেন্টর হিসেবে কাজ করেছেন মালিঙ্গা। এখনও সেই ভূমিকায় আছেন তিনি। এছাড়া খেলোয়াড়ি জীবনের মাঝেও একবার মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং পরামর্শক হিসেবে ছিলেন তিনি।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.