রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির একটি ভবনের ১৬ তলা থেকে লাফিয়ে পড়ে জায়না হাবিব প্রাপ্তি (২২) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী ‘আত্মহত্যা’ করেছেন বলে জানা গেছে।
বুধবার (১ জুন) বিকাল ৫টার দিকে বৃষ্টির সময় ছাদ থেকে নিচে পড়ে মৃত্যু হয় ঢাবির অ্যাকাউন্টিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাইনা হাবিব প্রাপ্তির। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছিল, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
পরে রাতে পুলিশের পক্ষ থেকে চিরকুট উদ্ধারের কথা জানানো হয়। বলা হচ্ছে, চিরকুটটি প্রাপ্তির লেখা। তাতে লেখা রয়েছে, ‘আমার জীবন একটা ব্যর্থ জীবন। না পারলাম বাবা-মাকে খুশি করতে, না পারলাম অন্য কাউকে খুশি করতে। একটা ঘটনা জানার পরও যখন কেউ চুপ করে থাকে তখন সত্যিই- সবকিছু অর্থহীন মনে হয়। আমি গেলে কিছু আসবে-যাবে না, আমি জানি। বিকজ এভরি পারসন ইজ রিপ্লেসেবল। আমরা কাদের ভালোবাসি তারা সেটা জানে। কে বেশি কষ্ট পাবে সেটাও জানি।’
এ তথ্য নিশ্চিত করে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহিদুজ্জামান জানান, জাপান গার্ডেন সিটির ১৬ নম্বর বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় নিজ পরিবারের সঙ্গে বসবাস করতেন প্রাপ্তি। বিকেলে দিকে তিনি ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয়ে ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলার পর পুলিশ জানিয়েছে, প্রাপ্তি বিষণ্নতায় ভুগছিলেন। তিনি অনেকটাই আবেগপ্রবণ ছিলেন। সে কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। পরিবারের কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.