পুঁজিবাজারে নারী বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের আয়োজন করে আসছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (২৯ মে) নারী বিনিয়োগকারীদের জন্য কমিশনের মাল্টিপারপাস হলে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিশনের ফাইন্যান্সিয়াল লিটারেসি বিভাগের নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান। বিনিয়োগ শিক্ষা কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন বিএসইসি কমিশনার অধ্যাপক ড. রুমানা ইসলাম।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের ‘ফান্ডামেন্টাল অব ফাইন্যান্সিয়াল লিটারেসি, ইনভেস্টমেন্ট রিস্ক অ্যান্ড ইনভেস্টর প্রোটেকশন ফাইন্যান্সিয়াল’ সম্পর্কে আলোচনা করা হয়।
কর্মশালায় বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ সমাপনী বক্তব্য প্রদান করে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন।
অর্থসূচক/এমআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.