সোনিয়া ও রাহুলকে জেরার জন্য ডেকেছে ইডি

ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনিভাবে টাকা লেনদেন সংক্রান্ত অভিযোগ নিয়ে আগামী ৮ জুন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও তার সাংসদ-পুত্র রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারি সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

কংগ্রেস জানিয়েছে, সোনিয়া ও রাহুলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। তবে সোনিয়া গান্ধী নির্ধারিত দিনে যাবেন। দলের মুখপাত্র অভিষেক মণু সিংভি বলেছেন, ‘সোনিয়া গান্ধী নিশ্চিতভাবেই ৮ জুন ইডি-র অফিসে যাবেন। তবে রাহুল গান্ধী বিদেশে আছেন। ততদিনে তার ফিরে আসার কথা। তিনিও নির্দিষ্ট দিনেই ইডি-তে যাবেন। তবে কোনো কারণে সেদিন যেতে না পারলে, তিনি কিছুটা সময় চাইতে পারেন।’

ইডির তরফে জানানো হয়েছে, তারা সোনিয়া ও রাহুলের বক্তব্য রেকর্ড করতে চান। প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইনের ক্রিমিনাল সেকশন অনুযায়ী তা রেকর্ড করা হবে। সম্প্রতি তারা কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে এবং পবন বনসলকে জিজ্ঞাসাবাদ করেছেন।

কংগ্রেসের আরেক মুখপাত্র রণদীপ সূরযেওয়ালা বলেছেন, ‘ন্যাশনাল হেরাল্ডকে বারবার টার্গেট করে বিজেপি স্বাধীনতা সংগ্রামীদের অপমান করছে। বিজেপি-র কেউ স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়নি, তাই তারা একাজ করছে। ন্যাশনাল হেরাল্ড ১৯৪২ সালে স্থাপিত হয়েছিল। সেসময় ব্রিটিশরাজ এই পত্রিকাকে দমন করতে চেয়েছে। আজ মোদী সরকার ইডিকে ব্যবহার করে সেই কাজ করার চেষ্টা করছে।’

তার দাবি, ‘বেআইনি টাকা লেনদেনের অভিযোগ করা হয়েছে। কিন্তু কোনো লেনদেনই হয়নি। বিজেপি সরকার প্রতিহিংসার রাজনীতির পথ নিয়েছে। তারা বিরোধীদের এভাবে ভয় দেখাতে চাইছে।’ সূত্র: ডিডাব্লিউ, পিটিআই

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.