আলো দেখল পুঁজিবাজার, ফিরল ১০ লাখ কোটি রুপি

বিশ্ব বাজারের প্রভাবে সপ্তাহের শুরুর দিনেই উত্থানের মুখ দেখল ভারতের পুঁজিবাজার। টানা তিন দিনে সেনসেক্স ২১৭৬.৪৮ পয়েন্ট ওঠায় ১০.১৯ লাখ কোটি রুপি ফিরে পেয়েছেন বম্বে স্টক এক্সচেঞ্জের বিনিয়োগকারীরা। খবর- আনন্দবাজারের

সোমবার সেনসেক্স ১০৪১.০৮ পয়েন্ট বেড়ে দিন শেষ করে ৫৫,৯২৫.৭৪ অঙ্কে। নিফ্টিও ৩০৮.৯৫ পয়েন্ট উঠে থামে ১৬,৬৬১.৪০ অঙ্কে। এ নিয়ে টানা তিন দিনে সেনসেক্স ২১৭৬.৪৮ পয়েন্ট ওঠায় ১০.১৯ লাখ কোটি রুপি ফিরে পেয়েছেন বিএসই-র বিনিয়োগকারীরা।

তবে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, যদিও এই উত্থানে এখনই স্বস্তি পাওয়ার মতো কিছু নেই। তাঁদের মতে, এই ধারা বজায় থাকে কি না, আরও কিছু দিন দেখা জরুরি। কারণ মূল্যবৃদ্ধি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বা সুদ বৃদ্ধির মতো যে সমস্ত কারণে বাজার পড়ছিল, সেগুলি এখনও রয়েছে।

ধসের বাজারে কমদামে শেয়ার কেনার সুযোগ, মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদ কমিয়ে আনার আভাস, চীনে করোনা বিধিনিষেধ শিথিলের খবরে পণ্য ও কাঁচামালের যোগান বাড়ার সম্ভাবনা ইত্যাদি। এছাড়া দীর্ঘ সময় পর ফরেন ইনভেস্টরদের পুঁজিবাজারে প্রত্যাবর্তন (৫০২.০৮ কোটি টাকা বিনিয়োগ) বাজারকে চাঙ্গা করতে মুখ্যম ভূমিকা পালন করেছে।

কলকাতা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক বিনয় আগারওয়াল জানান, ‘তেলের আকাশ ছোঁয়া দাম, বিভিন্ন দেশে রেকর্ড মূল্যবৃদ্ধি ও তার জেরে বিশ্বজুড়ে সুদ বৃদ্ধির প্রবণতা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো কোনও সমস্যারই সমাধান হয়নি। গত ক’দিন বাজার উঠলেও তা সাময়িক।’

অপরদিকে আরেক বাজার বিশেষজ্ঞ কমল পারেখও বলেন, ‘পড়তি বাজারের সুযোগ নিয়ে বিনিয়োগকারীদের শেয়ার কেনাতেই সূচক বেড়েছে। সার্বিকভাবে অবস্থা বদলায়নি। বাজার আপাতত অনিশ্চিতই থাকবে। বরং জুনে ব্যাংকের ঋণনীতিতে কী সিদ্ধান্ত নেয়, সে দিকে নজর বিনিয়োগকারীদের।’

 

 

অর্থসূচক/এইচডি/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.