সিটি করপোরেশনের গাড়িচাপায় নিহত ১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গাড়িচাপায় মোছা নাজমা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গাড়িটির চালককে আটকের পাশাপাশি মামলা হয়েছে থানায়।

বুধবার (১ জুন) দুপুরে মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জামাল উদ্দিন বলেন, মঙ্গলবার (৩১ মে) রাত সাড়ে ১০টার দিকে মুগদা স্টেডিয়াম সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে গাড়িচালককে আটক করে। ওই গাড়িটিও জব্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাতে ওই নারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতিতে সিটি করপোরেশনের গাড়িটা এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয় লোকজন গাড়িটি আটক করে। তবে ওই নারীর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দীন মীর বলেন, মঙ্গলবার রাতে ওই নারী টিটিপাড়া এলাকায় সড়ক পার হচ্ছিলেন। এ সময় ডিএসসিসির একটি ময়লার গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আহত নারীকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রয়েছে। এই ঘটনায় বুধবার সকালে মামলা হয়েছে। ডিএসসিসির ময়লার গাড়িটি জব্দ এবং এর চালক সোহেল রানাকে আটক করা হয়েছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.