আত্মহত্যা করতে কুয়োয় ঝাঁপ দিয়েও উঠে এলেন মা, ডুবে মরল ৬ সন্তান!

আত্মহত্যা করবেন বলে নিজের ৬ শিশুসন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিয়েছিলেন এক মহিলা। কিন্তু জলে হাবডুবু খেতে খেতে হঠাৎ বাঁচার ইচ্ছা তীব্র হয়ে উঠে তাঁর মনে। তখন সন্তানদের জলে ফেলে রেখে একাই উঠে আসেন তিনি। তাতে ওই মা প্রাণে বেঁচে যান ঠিকই, কিন্তু করুন মৃত্যু হয় ৬ সন্তানের।

গতকাল সোমবার (৩০ মে) ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় হৃদয়বিদারক এই ঘটনা ঘটেছে।

খবর আনন্দবাজার পত্রিকা

খবরে জানা যায়, ওই মায়ের নাম রুনা চুখুরি সাহানী। তিনি মাহাড়ের খারাভলি গ্রামের বাসিন্দা। বয়স ৩০ বছর। তার বাড়ি উত্তর প্রদেশে। অভাবের তাড়নায় কাজ খুঁজতে তার স্বামী স্ত্রী-সন্তানসহ মহারাষ্ট্রে এসেছিল। স্বামী মদ্যপ। নিয়মিত কাজও মেলে না। ধারণা করা হচ্ছে- অভাবের তাড়নায় অথবা স্বামীর অত্যাচারে ওই মহিলা সন্তানদের সাথে নিয়ে কুয়োয় ঝাঁপ দিয়েছিলেন। তাদের মধ্যে একজন ছেলে শিশু, বাকী পাঁচজন মেয়ে শিশু। তাদের সবাই ১০ বছরের কম বয়সী।

ওই ঘটনায় বেঁচে যাওয়া মাকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তাদের জেরায় ওই মহিলা জানিয়েছেন, স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের অত্যাচার সইতে না পেরে সন্তানদের নিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন তিনি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.