ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে গেলেন শহিদুল

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে গেছেন শহিদুল ইসলাম। ইনজুরির কারণে দলের সঙ্গে যাওয়া হচ্ছে না ডানহাতি এই মিডিয়াম পেসারের। তার বদলে দলে ডাক পেতে পারেন হাসান মাহমুদ।

অনুশীলনের সময় পাঁজরের পেশিতে চোট পান শহিদুল। সেরে উঠতে কমপক্ষে তিন থেকে চার সপ্তাহ প্রয়োজন হবে তার। এ কারণে শহিদুলকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। যদিও এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণাও দেয়নি তারা।

শহিদুলের চোটের ব্যাপারে বিসিবি চিকিৎসক মনজুরুল হাসান চৌধুরী বলেন, ‘অনুশীলনের সময় সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েন শহিদুল। এটা সারতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে তার।’

এদিকে শহিদুলের জায়গায় ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার দৌড়ে এগিয়ে আছেন আরেক ডানহাতি পেসার হাসান। লম্বা সময়ে পিঠের চোটের কারণে মাঠের বাইরে থাকা হাসান সাম্প্রতিক সময়ে ইনজুরি কাটিয়ে উঠেছেন। নেটেও বোলিং করছেন পুরোদমে। তার ব্যাপারে বিসিবি নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘যদি হাসান সুস্থ থাকে, তাহলে শহিদুলের বদলে তাকে বিবেচনা করব। তবে এই ব্যাপারে আমরা এখনও সিদ্ধান্ত নেইনি।

ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরের স্কোয়াডে আগে থেকেই নেই তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে। এই দুজন স্কোয়াডে না থাকায় লাল বলের চুক্তিতে না থেকেও টেস্ট দলে আছেন মুস্তাফিজুর রহমান। চার বহরে বিভক্ত হয়ে ৩ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া শুরু করবে বাংলাদেশ।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.