মাদক বেচাকেনার দায়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঠাণ্ডা মিয়া (৪০) নামে এক যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।
সোমবার (৩০ মে) গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।
আসামি ঠাণ্ডা মিয়া গোবিন্দগঞ্জের সাহাপুর এলাকার মৃত মনতাজ আলীর ছেলে। আটকের সময় তার শার্টের পকেট থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ঠাণ্ডা মিয়া দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
মামলার এজাহারের উল্লেখ আছে, ২০১৯ সালের ১৪ অক্টোবর সাহাপুর এলাকায় মাদক উদ্ধার অভিযানে নামে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। অভিযানে ঠাণ্ডা মিয়াকে তার বাড়ি থেকে ১০০ গ্রাম হেরোইনসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে। পরে ওই বছরের ৯ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
অর্থসূচক/এমআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.