পরনের কাপড় বিক্রি করে হলেও সস্তায় আটা দেব: পাক প্রধানমন্ত্রী

আটার দাম না কমলে পরনের কাপড় বিক্রি করে হলেও জনগণকে সবচেয়ে কম দামে আটা দেবেন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। রোববার (২৯ মে) দেশটির থাকারা স্টেডিয়ামে এক জনসভায় এ কথা জানান তিনি। খবর- ডন ও এনডিটিভির

পাকিস্তানের প্রধানমন্ত্রী খাইবার পাখতুন প্রদেশের মুখ্যমন্ত্রী মাহমুদ খানকে এক আল্টিমেটাম দিয়ে বলেন, যদি তিনি (মাহমুদ খান) ২৪ ঘন্টার মধ্যে ১০ কেজি প্যাকেটের আটার দাম ৪শ রুপিতে নামিয়ে না আনে, আমি আমার কাপড়-চোপড় বিক্রি করে দিয়ে সবচেয়ে সস্তায় দেশের জনগণকে আটা দেব।

দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে উদ্দেশ্য করে শেহবাজ শরীফ বলেন, তিনি দেশের জনগণকে উপহার দিয়েছেন বেকারত্ব আর ঐতিহাসিক মুদ্রাস্ফীতি। ইমরান খানের সরকার দেশের জনগণকে ৫০ লাখ বাড়ি ও ১ কোটি লোকের কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালনে ব্যর্থ হয়েছেন। দেশকে অর্থনৈতিক মহামন্দার দিকে ঠেলে দিয়েছে তিনি। আমি আপনাদের সামনে শপথ করে বলতে চাই, আমি আমার জীবনকে দেশের জন্য উৎসর্গ করব, দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে নিয়ে যাবো।

তিনি বলেন, বিশ্বজুড়ে জ্বালানী তেলের দাম যখন হুরহুর করে বাড়ছিল তখন ইমরান খান তেল সরবরাহ কমিয়ে দিয়ে দেশের প্রত্যেক নাগরিককে হেয় করেছে। তিনি (ইমরান খান) বুঝতে পেরেছিলেন যে পার্লামেন্টে অনাস্থা ভোটের মধ্য দিয়ে তাকে ক্ষমতাচ্যুত করা হবে।

বালুচিস্তান নির্বাচন নিয়ে পাক প্রধানমন্ত্রী জানান, আমার প্রতি জনগণের আস্থা রয়েছে তার বহিঃপ্রকাশ ঘটেছে, তারা আমার পক্ষে ভোট দিতে এসেছে। এদিন আমি ভেবেছিলাম যে, লোকজন আসবে না, আসলেও তা ৩০ থেকে ৩৫ শতাংশ হবে। বালুচিস্তানের লোকজন যে লাইন ধরে ভোটকেন্দ্রে এভাবে ভিড় করছে তা দেশে সচরাচর দেখা যায় না।

এ সময় শেহবাজ শরীফ তার ভাই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও অন্যান্য ভাইদের প্রশংসার করতে থাকেন। সমর্থকদের নিয়ে র‌্যালি করার সময় তিনি বলেন,আমার শ্রদ্ধেয় প্রিয় ভাই নওয়াজ শরীফের দেশ ও দেশের জনগণের প্রতি যে ভালোবাসা তা আমি স্মরণ করি।

অপরদিকে শরীফের কন্যা মরিয়ম নওয়াজও র‌্যালিতে যোগ দেন। এ সময় তিনি তার পিতার (শেহবাজ শরীফ) দেশপ্রেমের প্রশংসা করলেও ইসলামাবাদে ইমরান খানের ডাকা ‘আজাদী মার্চ’ সমাবেশের সমালোচনা করেছেন।

 

অর্থসূচক/এইচডি/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.