নেপালে নিখোঁজ বিমানের খোঁজ মিলেছে, ১৪ মরদেহ উদ্ধার

নেপালে নিখোঁজ বিমানের সন্ধান পেয়েছে উদ্ধারকারী দল। এছাড়া ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মে) কাঠমান্ডু পোস্ট এ তথ্য জানায়।

খবরে বলা হয়, নেপালে নিখোঁজ হওয়া বিমানের ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, বিমানটি নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর, উত্তর-পশ্চিম নেপালের মুস্তাং জেলার থাসাং-এর সানো সোয়ার ভিরে ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তারা এয়ারের বিমানটি মুসতাং জেলার মানপতি হিমালের লামচে নদীর মুখে বিধ্বস্ত হয়েছে।

এদিকে তারা এয়ারের মুখপাত্র সুদর্শন বারতৌলা কাঠমান্ডু পোস্টকে বলেন, একটি হেলিকপ্টার থেকে ভোরে তিনজন উদ্ধারকারীকে ঘটনাস্থলে নামানো হয়েছে। উদ্ধারকারীদের তথ্যের ভিত্তিতেই ১৪ জনের মরদেহ পাওয়া গেছে। যেখানে ধ্বংস হয়েছে এর আশপাশে থেকেই মরদেহ উদ্ধার হয়েছে।

এর আগে রোববার সকালের দিকে ৪ ভারতীয়, তিন জাপানি নাগরিকসহ ২২ আরোহীকে নিয়ে তারা এয়ারের ৯৯-এনএইটি বিমানটি নিখোঁজ হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, পোখারা থেকে জমসমের উদ্দেশে উড্ডয়নের ১০মিনিট পর সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আগ মুহূর্তে বিমানটি মুসতাং জেলার লেতে এলাকার আকাশে ছিল।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.