আইপিএলের চ্যাম্পিয়ন পাবে ২০ কোটি রুপি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালস। ফাইনালের মহারণের আগে প্রাইজমানি ঘোষণা করেছে টুর্নামেন্টের আয়োজকরা। গত আসরের চেয়ে খুব বেশি তফাত নেই এবারের প্রাইজমানিতে।

আইপিএলের এবারের আসরে চ্যাম্পিয়ন পাবে ২০ কোটি রুপি। সেই সঙ্গে রানার্সআপ দলের জন্য রাখা হয়েছে ১৩ কোটি রুপি। আগের আসরের রানার্সআপ দল পেয়েছিল ১২ কোটি ৫০ লাখ রুপি। ফলে এবারের রানার্সআপরা ৫০ লাখ রুপি বেশি পাবে।

আগের বছর তৃতীয় ও চতুর্থস্থান নিশ্চিত করা দুই দল পেয়েছিল সমান ৮ কোটি ৭৫ লাখ রুপি করে। এবার তাদের প্রাইজমানি কমানো হয়েছে। তৃতীয় স্থান নিশ্চিত করা দল পাবে ৭ কোটি রুপি করে। আর চতুর্থ স্থানে থাকা দল পাবে ৬ কোটি ৫০ লাখ রুপি।

ব্যক্তিগত পুরস্কারেরও তালিকা প্রকাশ করেছে আইপিএলের আয়োজকরা। এর মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারি পাবেন ১৫ লাখ রুপি করে। আর ইমার্জিং প্লেয়ারের জন্য বরাদ্দ করা হয়েছে ২০ লাখ রুপি।

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের ঝুলিতে যাবে ১২ লাখ রুপি। সর্বোচ্চ ছক্কা ও গেম চেঞ্জার অব দ্য ফাইনাল পাবেন ১২ লাখ রুপি করে। আর সুপার স্ট্রাইকারের জন্য রাখা হয়েছে ১৫ লাখ রুপি।

আইপিএলের প্রাইজমানি-
চ্যাম্পিয়ন দল: ২০ কোটি রুপি
রানার্সআপ দল: ১৩ কোটি রুপি
তৃতীয় স্থান: ৭ কোটি রুপি
চতুর্থ স্থানা: ৬.৫ কোটি রুপি

ব্যক্তিগত পুরস্কার-
অরেঞ্জ ক্যাপ (সর্বোচ্চ রান সংগ্রাহক): ১৫ লাখ রুপি
পার্পেল ক্যাপ (সর্বোচ্চ উইকেট শিকারি): ১৫ লাখ রুপি
ইমার্জিং প্লেয়ার: ২০ লাখ রুপি
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার: ১২ লাখ রুপি
ম্য়াক্সিমাম সিক্সেস: ১২ লাখ রুপি
গেম চেঞ্জার: ১২ লাখ রুপি
সুপার স্ট্রাইকার: ১৫ লাখ রুপি

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.