জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার পেয়েছে রানার অটোমোবাইলস

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেড জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার ২০২০ লাভ করেছে। দেশের শিল্প ও সেবা ক্ষেত্রে অবদান ও পণ্যের গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বৃহৎ শিল্প ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছে দেশের প্রথম মোটরসাইকেল উৎপাদন ও রপ্তানিকারক এ প্রতিষ্ঠান।

আজ রোববার (২৯ মে) রাজধানীর সোনারগাঁ হোটেলে আনুষ্ঠানিকভাবে জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার ২০২০ বিতরণ করা হয়। রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান তার কোম্পানির পক্ষে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপির হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কার গ্রহণের পর এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় হাফিজুর রহমান খান বলেন, “দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে পেরে রানার অটোমোবাইল লিমিটেড গর্বিত। দেশের অবকাঠামোগত উন্নয়নে বেসরকারি খাতসমূহ সর্বদা সচেষ্ট এবং আমরা যানবাহন খাতে উন্নয়ন তরান্নিত করার লক্ষ্যে নিরলস চেষ্টা করে যাচ্ছি “। এই সাফল্য অর্জনের জন্য তিনি রানার অটোমোবাইল লিমিটেডের সকল কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রানার অটোমোবাইল লিমিটেডের এমডি ও সিইও রিয়াজুল হক চৌধুরী ও অন্যান্য কর্মকর্তাগণ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.